উত্থিত আঙুলে তুমি – ফরিদ ভুঁইয়া

সম্পাদনা/লেখক: আব্দুল্লাহ আল মামুন

নেতা
তোমার উত্থিত এক আঙুলের নিচে এসে
দাঁড়ালো যখন নিপীড়িত-শোষিত সকল
দ্রোহে জ্বলা প্রত্যেকের আগুন দু’চোখ
সম্মোহিত হলো, পেলো শোষণমুক্তির ডাক…

উত্থিত আঙুল ইশারায়
সৌর পরিক্রমার এখানে ষড়ঋতু
একীভূত হলো, ঘনীভূত হলো
সহসায় বয়ে এলো বসন্ত বাতাস…

তারপর, তারপর
দিক ইশারার সেই আঙুলের ডগা ফেটে
রক্ত চুঁয়ে চুঁয়ে ভিজে গেছে দেহ থেকে দেশ
ভিজে গেছে পূর্বাপর একটি জাতির পটভূমি

সংরক্ষিত হৃদয়ে তুমি
বিভাজিত সময়ের পথে পথে প্রজন্ম পথিক;
কেউবা শোনায় বঙ্গবন্ধু, জাতি বাঙালির পিতা
কেউবা আবার ইতিহাসের পাতায় হাত রাখে
পাতা ওল্টাতে ওল্টাতে দেখায় পথের পরিক্রমা…
অব্যাহত সংগ্রামের তুমি পরম্পরা
দেশ স্বাধিকার পথে অবিভাজ্য
স্বাধীন দেশের সার্থক স্থপতি
মথিত সত্যের সবটুকু বুকে নিয়ে
নিভৃত পাঠক, পাঠ করি তোমার জীবন খাতা
পাঠ করি, আসমানি আয়াতের মতো
মর্মভাষা তোমার উত্থিত আঙুলের

উত্থিত আঙুলে তুমি
শোষিতের সেই আগুন দু’চোখ দেখি
সম্মোহিত হতে চায়, জীবন বাজির
বিশ্বাসের অগাধ আবেগে…
সময় এখনো হায়! বিভাজিত…
কীসে ভ‚ল ছিলো জান তো?

আমাদের খুব প্রয়োজন মানস গড়ন
সেই কণ্ঠহার
যার সাধন সুতোয় গাঁথা
পরম সৌহার্দ্য মতি হিরের ঝলক
শত মত ও পথের বৈচিত্র্য বৈভব…

সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক

আরও পড়ুন