ঘরফেরত মানুষের পিঠে ক্লান্তির ছোপ ছোপ দুঃখ নদীর তীরে উড়ে আসা কৈতরের নিবিড় প্রতীক্ষায় কাৎলা চিতলের সে কি এক উচ্ছাস, কাশবনে ছেয়ে গেছে জোছনার শাদামেঘ। হাটের মাঝে সরকারের গান ভেসে আসে কানে
আমার বুকের মধ্যে তুমি বন্ধু
আমি তোমার কোথায়
বুক ভেঙেছে অন্তর জানালায়
মন ভেঙেছে খোটায়।
শ্রাবণ সন্ধ্যায় তুমিও গানের আসরে… শুভ্র পাঞ্জাবি পরনে তাঁতের লুঙ্গি, চোখে কালো ফ্রেমের চশমা। তোলপাড় করে বুকের মধ্যে সরকারের গান চোখে তোমার সোনা ঝরা জল… কৃষকের ঘরে নাই চাল পাঞ্জাবির পকেট থেকে সব দিলে তারে মগ্নতার জোয়ার তোমাকে বড্ড শ্বাসরুদ্ধ করে।
শুভ্রতার পরশ হাজার হাজার মানুষের বুকের মধ্যে তোমার প্রাণ-স্বপ্নময় বটবৃক্ষ ছাপ্পান্ন হাজার পতিত ভ‚মিপুত্রকে দিয়েছো আলোকিত শৈশব।
সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক