জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বপ্ন সারথী এবং স্বাধীনতা ও মুক্তির প্রতীক। শত শত বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালি জাতির তিমির বিনাশী বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে বাঙালি জাতির বিমূর্ত ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু।
নির্যাতিত-নিপীড়িত ও শোষিত মানুষের মুক্তির দূত বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে ঘাতকরা। কিন্তু এই মৃত্যু বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করেনি বাঙালি থেকে। তিনি হয়ে উঠেছেন আমাদের অন্তহীন প্রেরণার উৎস।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাজনীতির মহাকবি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই, প্রবন্ধ, কলাম ইত্যাদি প্রকাশিত হয়েছে। কালের আবর্তে বঙ্গবন্ধু কেন্দ্রিক গুরুত্বপূর্ণ দলিলসমূহ হারিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কেন্দ্রিক সকল তথ্য সংরক্ষণ ও সংগ্রামী জীবনের চিত্রপট তুলে ধরতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
– বঙ্গবন্ধু অনলাইন আর্কাইভ।