হে মহান প্রিয় নেতা, মুক্তির প্রণেতা
শুভ জন্ম বঙ্গবন্ধু, শুভ জন্ম পিতা।
বাংলার হৃদয় তুমি বাঙালির প্রাণ
সংগ্রামে সাহস তুমি ঘুরে দাঁড়ানোর গান
তুমি সম্প্রীতি তুমি শান্তি বিশ্বমানবতা।
শুভ জন্ম বঙ্গবন্ধু, শুভ জন্ম পিতা।।
তুমি আছ দোআঁশ-পলির রন্ধ্রে মিশে
তুমি আছ ফুল-ফসলের গন্ধে মিশে
তুমি আছ মুক্ত হাওয়ায়, পাখির ডানায়
সবুজ ডাঙায়, ভরা নদীর কানায় কানায়
মহাকালের মর্মে লেখা মহাকাব্যগাথা।
শুভ জন্ম বঙ্গবন্ধু, শুভ জন্ম পিতা।।
তুমি আসো হাতের মুঠোয় সূর্য নিয়ে
দিয়ে যাও চেতনহীনের ঘুম ভাঙিয়ে
সাম্যের প্রতীক তুমি স্বপ্ন-রূপকার
বজ্রকণ্ঠে ডাক দিয়ে যাও সুষম অধিকার
তর্জনী উঁচিয়ে দেখাও চিন্তার স্বাধীনতা।
শুভ জন্ম বঙ্গবন্ধু, শুভ জন্ম পিতা।।
সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক