স্বাধীনতা মানেই মুজিব – শারমিন সুলতানা রীনা

সম্পাদনা/লেখক: আব্দুল্লাহ আল মামুন

এক মুজিবের রক্ত থেকে
লক্ষ মুজিব ফোটে
স্বাধীনতার গান গেয়ে ওই
ভোরের সূর্য ওঠে।

সেই সুরেতে বাবুই পাখির
ঘরখানি খায় দোল
মায়ের কোলে শিশুর প্রথম
মুজিব মুজিব বোল।

তাঁরই নামে ফুল পাখিদের
মিষ্টি কলতান
নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে
তিনি বহমান।

দূর দিগন্ত জুড়ে কেবল
শেখ মুজিবের মুখ
স্বাধীনতা মানেই মুজিব
গর্বে ভরা এই বুক।

বিজয় এলে গাই সকলে
স্বাধীনতারই গান
বঙ্গবন্ধু আর বাঙালি
দুই দেহে এক প্রাণ।

সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক

আরও পড়ুন