672
দিন যায় রাত আসে,
তবু তুমি আস না ফিরে, হে বঙ্গবন্ধু।
তোমাকে খুন করেছে যারা,
ওরা মানুষ নাকি জানোয়ার অথবা জন্তু।
সব কটা জানালা খুলে দিয়েছি
তুমি আসবে চুপি চুপি বলে,
কিন্তু তুমি এক সাগরের রক্তের বিনিময়ে
স্বাধীনতা দিয়ে চলে গেলে।
তুমি বাংলার সূর্য সন্তান,
কোটি বাঙালির হৃদয়ে তোমার স্মৃতি আম্লান।
বাংলার মাটি, গাছ, আলো, বাতাস, নদী,
চায় বঙ্গবন্ধু ফিরে আসতে তুমি যদি!
সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক