১৯৫৭ সাল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেখ মুজিব ভাবছিলেন পাকিস্তান যে পথে যাচ্ছে তাতে বাঙালিরা যা চাচ্ছে সেখানে পৌঁছুবে কি না। বলা হয়, সোহরাওয়ার্দী ভাবনাটা শুনে আহত হয়েছিলেন এবং এমনকি তরুণ শিষ্যকে কিছুটা বকুনিও দিয়েছিলেন এমন ভাবনার জন্য। এরকম চিন্তাকে প্রশ্রয় দিতে নিষেধ করেছিলেন (আহসান, ২০১৬)। বছর আটেক পর ১৯৬৫ সালের প্রথম দিকে শেখRead more