এই বঙ্গের কাছে, এই ধরিত্রী মাতার কাছে আমি ঋণী, এই বঙ্গমাতা দিয়েছে মোদের বিদ্রোহী কবি নজরুল, ভারতবর্ষ জুড়ে দিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ, মধুসূদন, সুকান্ত, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আরও কত কবি সাহিত্যিক কত দেশপ্রেমিক। বঙ্গ প্রেম আমদের শিখিয়েছে রক্তের বিনিময়ে ছিনিয়ে আনতে ভাষার অধিকার একুশ পেরিয়ে লাখো আত্মার আত্মাহুতির বিনিময়ে স্বাদ পেয়েছি স্বাধীনতার। হে বঙ্গমাতা আমিRead more