ডিসেম্বর মাস এলেই আমাদের হৃদয় মন্দিরে ঝংকার সৃষ্টি হয়। দুঃখ-বেদনা ও আনন্দের সমন্বিত উচ্ছ্বাসে বাংলার মানুষ লীন হয়ে যায় এক মোহনায়। কেননা এই ডিসেম্বর মাসেই বীর বেশে বিজয় কেতন উড়াতে সক্ষম হই। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করলেও কোনো কোনো অঞ্চল শত্রুমুক্ত হয় ডিসেম্বরের শুরুতেই। তবে চূড়ান্ত বিজয়ের দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করে আসছি।Read more