বঙ্গবন্ধুর বন্দুক ও জিল্লার রহমান

সম্পাদনা/লেখক: আব্দুল্লাহ আল মামুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দুকটি দেখলে মনে হয় কয়েক দিন আগে কেনা। সযত্নে আগলে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সন্তান ও অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।

দানসূত্রে উপহার হিসেবে বন্দুকটি পান জিল্লার রহমান। মেসার্স সামশুল ইসলাম আর্মস অ্যান্ড কোং-এর ২০০৮ সালের ৭ মার্চ তারিখের এক কাগজে (লাইসেন্স নং এনওআর/০৬/২০০৮) মো. জিল্লার রহমানের নাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ব্যক্তিগত লাইসেন্স নং ৪৪/৫/৮৮) ১২ বোর শটগান নং এল ১৪০৯৮ই/এল-৪৮৫০ আইএফ লাইসেন্স নং নর/০৬/২০০৮-এর অনুকূলে জিল্লার রহমানের অভিপ্রায়ে দানসূত্রে দেওয়ার কথা এবং ২০০৯ সালের ১৬ নভেম্বর জিল্লার রহমান নিয়েছেন বলে উল্লিখিত আছে।

জিল্লার রহমান বলেন, ‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর এই শটগানটি আমাকে দেন। এটি ইতিহাসের একটি অংশ। বঙ্গবন্ধুর আরো একটি পিস্তল ছিল। সেই পিস্তলটি শেখ হাসিনা ঠিকঠাক করার জন্য আমাকে দেন। মেরামতের পর সেটি আমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিই। পিস্তলটি বঙ্গবন্ধু জাদুঘরে রয়েছে বলে জানি।’

কালেরকণ্ঠ, ২৬ আগস্ট ২০১৯ লিংক

আরও পড়ুন