জাতির পিতার প্রতি – বদরুল হায়দার

সম্পাদনা/লেখক: আব্দুল্লাহ আল মামুন

হাজার বছর জুড়ে বিজাতীয় অধীনতা থেকে
বাঙালি জাতির পিতা তুমি দিয়েছো মুক্তির মন্ত্র
ঘোষণা করেছো বাংলাদেশের স্বাধীনতা।

কোটি বাঙালির পিতা হয়ে
জেল জুলুম সংগ্রাম পরাধীনতায় তোমার
বজ্রকণ্ঠে বেজে উঠেছিলো স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম।
তোমার মহান মানবতা প্রীতি অহিংস স¤প্রীতি
হৃদয় জোয়ারে বহে চলে ভালোবাসার
পদ্মা মেঘনা যমুনা মধুমতী।

বঙ্গবন্ধু তুমি অমর কবিতা গান
তোমার মহান আহ্বান চিরজাগ্রত প্রাণ
মানব হৃদয় জুড়ে স্বাধীনতা উদ্যান।

পিতা তুমিহীন সব বাধ্যতা আমার কাছে
অবাধ্যতা মনে হয়। তোমার অভাবে চলে
সমুদ্রে সিগন্যাল। নগর হৃদয়ে ভূমিকম্প
বৃক্ষ ফুল মাছ ও পাখিরা দুঃখ পেয়ে
ডাক দিয়ে ওঠে তোমার প্রতিবাদের ভাষা।

বঙ্গবন্ধু তুমিই জাতির জনক
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক।
তুমিহীন স্তব্ধতার অবসাদ দুঃখ দরিয়া জুড়ে
শুরু হয় হতাশা। স্বাধীন বাংলার মানুষের
ভেঙে যায় স্বপ্ন আশা।

পিতা তোমাকে যারা হত্যা করেছে
তারা কাপুরুষ, ঘৃণ্য সিমার পাষাণ।

সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক

আরও পড়ুন