আলোর নদীর স্রোতে দ্যাখো আজ সেই আততায়ী অমাবস্যা
ভেসে যাচ্ছে; যে-নগর ব্যর্থ হলো পিতাকে বাঁচাতে, সে-নগর
নতুন দিনের ব্রতে আগুনের জামা গায়ে উঠে দাঁড়িয়েছে :
বেঁচেও মৃতের মতো ভয়ে ভয়ে যারা তেত্রিশ বছর ধরে
‘স্বাধীনতা’ এই প্রিয় শব্দটিকে লুকিয়ে রেখেছে, অই দ্যাখো
দ্বিধা ভয় জয় করে তারা আজ দাঁড়িয়েছে মুক্তি-মোহনায়;
সূর্যকে আঁচলে নিয়ে কুয়াশার জাল ছিঁড়ে পিতার মতন
এ মাটিকে ভালোবেসে যে এসে দাঁড়াল রবীন্দ্রনাথের গানে,
তাঁর প্রাণে কে জ্বালায় অবিনাশী আলো?… হে উড়ন্ত স্বপ্নপাখি!
তুমি আজ নিচে নেমে অই মৃত নদীকে জাগাও; অভিশপ্ত
নগরীর অই কলঙ্কের দাগ মুছতে শিশুপার্ক ছেড়ে আজ
শিশুরা এসেছে ইট-পাথরের নিচে চাপা গৌরবের মাঠে
নতুন শপথে তারা উজ্জীবিত হবে; পতাকার রঙ দিয়ে
পিতাকে উদ্ধার করে তুলে রাখবে হৃদয়ের অথই নিবাসে।
সময়ের আলো, ২০ মার্চ, ২০২০ লিঙ্ক