রাসেল তোমাকে

সম্পাদনা/লেখক: আব্দুল্লাহ আল মামুন

তুমি তো ছিলে সব ঘরে ঘরে
সবারই কেমন আদুরে
কোথায় গেলে কোন সে সুদূরে
ওরে সোনা ভাই জাদু রে।
পৃথিবীর সব বোনেরা রেখেছে
হূদয়ের মণিকোঠরে
সেই বোনেরা তাকিয়ে এখনো
ঘুম ভেঙে ওঠো, ওঠো রে।
সাম্প্রদায়িক যুদ্ধে লড়িবে
বোনেদের পাশে দাঁড়িয়ে
সেই লড়াইয়ে জয়ী তুমি হবে
হাত দুটি দাও বাড়িয়ে।
হাতে হাত রেখে যুদ্ধে লড়িয়া
সমূলে বিনাশ করিব
সোনা ঘেরা দেশ জাতির পিতার
সোনারই বাংলা গড়িব।
তাড়াতাড়ি এসে শান্তি ফেরাও
রেখো নাকো আর কাঁদিয়ে
ভালোবাসা আর দেব না কাউকে
রাসেল তোমাকে না দিয়ে।

 

লিখেছেনঃ সজল দাশ স্কেচঃ অবিনাশ আচার্য ১৮ অক্টোবর ২০২০ লিংক

আরও পড়ুন