মুজিব আছেন

সম্পাদনা/লেখক: Zakir Hossain

পদ্মা, মেঘনা, সুরমার ক‚লে

মুজিব হাসেন শাপলা ফুলে।

দোয়েল পাখির শিসে শিসে

মুজিব নামটি থাকে মিশে।

‘আমার সোনার বাংলা’ গানে

মুজিব থাকেন প্রাণে তানে

পতাকার ওই সবুজ লালে

মুজিব ভাসেন নায়ের পালে।

বাঙালিদের মনে মনে

মুজিব আছেন প্রতিক্ষণে।

পৃথ্বীশ চক্রবর্ত্তী | Link: Bhorerkagoj

আরও পড়ুন