173
মুজিব মানে বিদ্রোহী মুখ
টগবগে এক তরুণ
ভোর বিহানের রং ছড়ানো
রক্ত রঙিন অরুণ!
মুজিব মানে দীপ্ত কঠোর
শপথনামার নাম
মুজিব মানে সামনে চলার
ছন্দ অবিরাম।
মুজিব মানে হার না মানা
বিপ্লবী সন্তান
সবুজ শ্যামল বাংলা মায়ের
বুকের তাজা প্রাণ।
মুজিব মানে পাগলা হাওয়া
কালবৈশাখী ঝড়
শত্রুসেনার বুকের তলের
আতঙ্ক বিস্তর।
মুজিব মানে শৈল চূড়ার
বরফ গলা ঢল
আষাঢ় মাসের মাতাল নদীর
উথাল পাতাল জল।
মুজিব মানে শ্যামল শীতল
বিরাট বটের তল
মুজিব মানে বাঙালিদের
আনন্দ উচ্ছল!
মুজিব মানে বিজয় নিশান
লাল সবুজের রেশ
মুজিব মানে মুক্ত স্বাধীন
সোনার বাংলাদেশ।
বেণীমাধব সরকার | Link: Bhorerkagoj