163
বাঙালিরা চিঠির শরীর
দেশটা পুরো খাম
প্রাপক হয়ে থাকবে লেখা
শেখ মুজিবের নাম।
২.
ভাবতে গেলেই ব্যাপারটাতো
কী আশ্চর্যজনক
আমরা ছিলাম তন্দ্রাবিভোর
নাড়িয়েছে সে টনক
বলল- আমার দেশের মাটি
মাটিতো নয় কনক
এই ছেলেটাই শেখ মুজিবুর
আমার দেশের জনক।
৩.
নাইবা থাকুক তাজমহল আর
সেই যে কুতুব মিনার
অনেক অনেক পাউন্ড ডলার
অনেক রুবেল দিনার।
কিন্তু আমার নিজের কাছে
কীর্তিমান এক মুজিব আছে
বাঙাল বলে কাঙাল হয়ে
যায় না মোটে দিন আর
গৌরবে তাই উথলে ওঠে
আমার বুকের কিনার।
৪.
ব্যাপারটা ঠিক অবাক করা
সত্যি কী অনন্য
রেসকোর্সের মাঠটা ছিল
বিশাল জনারণ্য।
ঠিক সেদিনই সবার কাছে
যায় হয়ে সে ধন্য
ইতিহাসে নায়ক সে আজ
এক অগ্রগণ্য।
তাই আজি তার জন্মদিনে
নয় কোনো কার্পণ্য
মন দিয়েছি উজাড় করে
শেখ মুজিবের জন্য।
ইকবাল বাবুল
Link: Bhorerkagoj | বুধবার, ১৮ মার্চ ২০২০